January 2, 2025, 11:18 pm
বাবুল হুসাইন পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে পানিতে ডুবে সাত নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী)দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খালপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত সাত নুর আক্তার বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীয়ান সফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান,বাড়ির আঙ্গিনায় খেলছিল সাত।কিছুক্ষণ পরে
তাকে দেখতে না পেয়ে, অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাতকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা জানান, নিহতের বিষয়টি শুনেছি, সেখানে অফিসার পাঠানো হয়েছে।