মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর চা বাগানের পরিত্যক্ত ড্রেন থেকে কামরুল ইসলাম ওরফে কাজিম (৩৫) নামে এক মাস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকার করতোয়া নদীর পাশে একটি চা বাগানের ড্রেন থেকে ওই মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
জানা গেছে কামরুল ইসলাম ওরফে কাজিম একই উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগিগছ এলাকার আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার কামরুল ইসলাম নামে ওই মাছ ব্যবসায়ী বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে যায়৷ পরে রাত হলেও বাড়িতে না ফিরায় তাকে তার পরিবারের লোকজন খুঁজাখুজি করে ৷ পরে গত তিন দিন খুঁজাখুজি করেও তার সন্ধান না পেয়ে তার পরিবার থানায় জিডিও করেন। এদিকে আজ বুধবার দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের ধানশুকা এলাকার করতোয়া নদীর পাশে একটি চা বাগানের স্থানীয় কয়েকজন মহিলা লাকড়ি(খড়ি) কুড়াতে গেলে এসময় চা বাগান ড্রেনে ওই মানুষের লাশ দেখে চিৎকার করে। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাথে তেঁতুলিয়া মডেল থানায় খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এবং মাছ ব্যবসায়ীর পরিবারের লোকজন খবর পেয়ে লাশটি শনাক্ত করে। লাশের প্রার্থমিক সূরহালে কাজ করছে পুলিশ ও পিবিআই।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের তিন দিন পর ওই মাছ ব্যবসায়ী লাশ উদ্ধার হয়েছে একটি চা বাগানের ড্রেন থেকে। লাশের প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
Leave a Reply