December 22, 2024, 5:59 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় সড়কে ইট রেখে জন সাধারণের চলাচল বিঘ্নিত করায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। উপজেলার চাঁদখালী বাজার সংলগ্ন সড়কে জুলফিকার নামে জনৈক ব্যক্তি তার বসতবাড়ী নির্মাণের জন্য ভাটা থেকে আনা বিপুল পরিমাণ ইট বসতবাড়ীর সামনের সড়কে মজুদ করে রাখে। এতে জনসাধারণের
চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। পরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সড়ককে ইট রাখার দায়ে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর আওতায় বাড়ীর মালিক জুলফিকারকে
৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার ইব্রাহীম।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।