আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী তানোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত (নতুন) শিক্ষকদের বরন ও মতবিনিময় করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। জানা গেছে, ২৪ জানুয়ারী মঙ্গলবার উপজেলা মিনি অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত শিক্ষক বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ সরকার প্রদীপ। উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমী) আবিদা সিফাত, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন প্রমুখ। এছাড়াও ৭টি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী, সমাজ সেবক, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
তানোরে শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময়

Leave a Reply