January 15, 2025, 6:15 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জার্মান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান ও সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদদিতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সামাধি কমপ্লেক্স ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখেন। এ সময় জার্মান বাংলা প্রেসক্লাবের সাংবাদিক খান লিটন, জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান খান নূরী উপস্থিত ছিলেন। #