মোসলেম উদ্দিন এমপি’র শয্যা পাশে মেজর জেনারেল (অব:) এ এম এ ওয়াদুদ বীর প্রতীক

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি,বর্ষীয়ান নেতা,চট্টগ্রাম – ৮ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ এমপি’র শয্যা পাশে মেজর জেনারেল (অব:) আলাউদ্দিন এম এ ওয়াদুদ, বীর প্রতীক। দীর্ঘদিন ধরে মোসলেম উদ্দিন আহমদ ক্যান্সার রোগে ভুগছেন। বর্তমানে তিনি ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৬৯ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।

চট্টগ্রাম – ৮ এর সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর শূন্য আসনে ২০২০ সালের ১৩ জানুয়ারি মোসলেম উদ্দিন আহমদ এমপি নির্বাচিত হন। মেজর জেনারেল( অবঃ) আলাউদ্দিন এম এ ওয়াদুদ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদের চিকিৎসার খোঁজ খবর নেন। তার দ্রুত সুস্থতার জন্য তিনি পটিয়াবাসীর নিকট দোয়া কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *