January 15, 2025, 1:56 pm
বিশেষ প্রতিনিধিঃ
সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মাস্টার (বিএ) আর নেই। সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫বছর।
বিষয়টি নিশ্চিত করে তাঁর নিকট আত্মীয় সাবেক পৌরসভার মেয়র টিটু বলেন, মোহাম্মদ শাহজাহান মাস্টারের জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স মাঠ ও ১১টায় সন্দ্বীপ বহুমুখী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মাষ্টার শাহজাহান বিএ সন্দ্বীপে আওয়ামী লীগের একজন সুদক্ষ সংগঠক ছিলেন। তিনি তিনবার সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ৪০বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী হিসেবে পরিচিত ছিলেন।ব্যক্তি জীবনে একজন সজ্জন রাজনৈতিক ও সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালীনও তিনি সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বশীল ছিলেন। তিনি ৪ছেলে ও ১মেয়ের পিতা হিসেবে মৃত্যুবরণ করেন।