সাতক্ষীরা প্রতিনিধি।।
পাটকেলঘাটায় বাঁচতে চাই হতদরিদ্র হোটেল কর্মচারী আকবর হোসেন (৫০) বর্তমানে ২ কিডনি আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন। স্ত্রী জাহানারা বেগম জানান ,আমার স্বামী অসুস্থ হয়ে দীর্ঘ দুই বছর বিছানায় পড়ে আছে ।বর্তমানে অর্থের অভাবে বর্তমানে ঔষধ কিনতে পারছে না ।পরিবারের একমাত্র উপার্জন কারী বাড়িতে শুয়ে কাতরাচ্ছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ।আকবার এমন দুর্দশায় চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন, আকবর হোসেনের পরিবার।
দুই কিডনি আক্রান্ত আকবার হোসেন, কলারোয়া থানার ক্ষেত্রপাড়া গ্রামের ফজর আলীর ছেলে। তিনি পাটকেলঘাটায় খাবার হোটেলে দীর্ঘদিন কাজ করে তার সংসার চালাতেন। অসচ্ছল পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ছিলেন তিনি । বর্তমানে আকবর হোসেনের স্ত্রী পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে জনতা হোটেলে কাজ করে এক ছেলে এক মেয়েকে নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন ।মেয়ে এবং তার ছেলে বলেন, ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানোর জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চাচ্ছি সমাজের বিত্তশালী ও সরকারের কাছে সাহায্য কামনা করে তার ছেলে আবুল হাসান বলেন ,আমরা খুব গরীব আপনারা সহযোগিতা করুন আমার বাবা কে বাঁচান টাকার অভাবে ঔষধ কিনতে পারছি না। আমার পক্ষে এত টাকা সংগ্রহ করা কোনক্রমেই সম্ভব নয় বিত্তবানেরা এগিয়ে আসলে আমার বাবার ঔষধ কিনতে পারতাম। সাহায্যের আবেদন, সাহায্য পাঠানোর জন্য 01722193382 অসুস্থ আকবরের বিকাশ নাম্বার দেওয়া হল ।
Leave a Reply