January 3, 2025, 12:58 am
বানারীপাড়া প্রতিবেদক।। রবিবার ২২ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলার সলিয়াবাকপুর ইউপি মিলনায়তনে বেসরকারী সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে “প্রকল্প কার্যক্রম বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধি, বিট পুলিশ এবং কমিউনিটি পুলিশের” সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার আরজেএফ সদস্য মোঃ ফারুকুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান মাস্টার। সভায় প্রকল্পের বিষয়ে ধারনা পত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ মোহাসিন মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ রানা, উপজেলা এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নারীনেত্রী ফিরোজা বেগম, ইউপি সদস্য আ: জলিল খান, পরিতোষ প্রমূখ।#