August 31, 2025, 5:16 am
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক শত্রুতার জের ধরে স্কুলের রাস্তা কেটে বেরি কেট দেয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া ধনেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেকুল ইসলামের সাথে প্রতিবেশী শাহ আলমের ছেলে রাসেল মিয়া(৩০) এর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে গেল সপ্তাহে রাসেল মিয়া তার লোকজন নিয়ে ওই স্কুলে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তা কেটে দেয়। পাশাপাশি প্রধান শিক্ষক রাশেকুল ইসলামের বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশের চাটাই দিয়ে বের হওয়ার পথ অবরুদ্ধ করে ফেলে রাসেল। একারণে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় পাশেই বিশ্বাস হলদিয়া জামেমসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ পড়তে যাতায়াতেরও ব্যাঘাত ঘটেছে। অথচ ওই রাস্তাটি দিয়ে পাড়া-মহল্লার লোকজন ৫০ বছরেরও বেশি সময় ধরে চলাচল করে আসছে। এনিয়ে প্রধান শিক্ষক রাশেকুল ইসলামের সাথে কথা হলে তিনি, জানান, পূর্ব শত্রুতার জেরে রাসেল বিনা কারনে স্কুল, মসজিদের রাস্তা ও আমার বাড়ির গেট ঘিরা দিয়ে বন্ধ করে দিয়েছে। বিষয়টি আমি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করলে তিনি এসে আমার চলাচলের রাস্তা থেকে ঘিরা সরে ফেলেন। এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি আগামী রবিবার বসে স্থানীয় ভাবে সমাধান করে দিব।