October 30, 2024, 2:25 am
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০ টার দিকে নাচোল ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এতে সভাপতিত্ব করেন
উপজেলা যুবলীগের সভাপতি হারুন আর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম সৈকত জোরদার, সংগঠনিক সম্পাদক মোঃ বাদশা, সহসম্পাদক রাজু আহম্মেদ, কামরুল হাসান লিংকন, নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, মহিলা লীগের সভানেত্রী জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি’র বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন, কেউ যদি টাকা বিতরণ করে, তাদের ধরে পুলিশে দিবেন যুবলীগের ভাইয়েরা। কেউ টাকা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ ২আসনের মানুষের চরিত্র যেন নষ্ট করতে না পারে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও কিছু নেতাকর্মীরা ষড়যন্ত্র চলাচ্ছে। তাই সকলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
এই নির্বাচনে কাউকে কালো টাকা সাদা করতে দেয়া হবে। সকলকে একসাথে হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তব্য শেষে পৌর এলাকায় বাজারে, দোকানে, দোকানে সাধারণ ভোটারদের নিকট ভোট চান প্রধান অতিথি মাইনুল হোসেন খান নিখিল।