(রিপন ওঝা, মহালছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতুল চাকমা স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিনের সহযৌদ্ধা সহকারী শিক্ষক প্রতুল চাকমার মৃত্যুতে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমাসহ সকল শিক্ষক/শিক্ষিকাসহ কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীগণ গভীর শোক প্রকাশ করেন।
আজ সকাল ৯ টার দিকে তিনি স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ করে স্ট্রোক করলে তাকে প্রথমে মহালছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে খাগড়াছড়ি অথবা চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে তার আত্মীয় স্বজনরা চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি তার স্ত্রী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ দুপুর ১.০০ঘটিকার সময়ে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
সহকারী শিক্ষক প্রতুল চাকমার মৃত্যুতে মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল-এর সভাপতি মোঃ জসীম উদ্দিন ও প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনি সহ সকল শিক্ষক/শিক্ষিকাসহ কর্মচারীসহ শিক্ষার্থীগণ শোক প্রকাশ করেন।
Leave a Reply