রংপুরে জাগ্রত সেবার উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ।

রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন লেখক ও সংগঠক জাগ্রত সুপারস্টার আহসান হাবীব মানিক এর তত্বাবধানে জাগ্রত সেবা রংপুর জেলা কমিটির সভাপতি জনাব মনিরা সিরাজ সাথীর সভাপতিত্বে জাগ্রত সেবা রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ধ্রুবক রাজ,সহ সভাপতি রাশেদুজ্জামান এর আহ্বানে জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাগ্রত হিরো দিবস রায় ও সহ সভাপতি মানবিক কন্যা সানু তাছমিন এর পরিচালনায় গতকাল ২০ জানুয়ারি শুক্রবার শাপলা ট্রাক স্টান্ড সংলগ্ন হাবীবনগর হাবীবিয়া জামে মসজিদ প্রাঙ্গনে
জাগ্রত সেবা কেন্দ্রীয় কমিটির তত্বাবধানে রংপুর জেলা কমিটি রংপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ করেন।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত সেবা এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত প্রসিডেন্ট নাজনীন সুলতানা লুনা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল আবুল বাশার বাসেত সহ
জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব,রংপুর বিভাগ এর সম্মানিত ব্রান্ড এ্যম্বাসেডর কন্ঠশিল্পী অন্তর রহমান,জাগ্রত সেবা রংপুর জেলা কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জিনাত জাকিয়াতুর রায়হান মলি,অর্থ সম্পাদক তমঃবিভাবরী, যোগাযোগ সম্পাদক মাহফুজা মিনি,সাংগঠনিক সম্পাক জরিফা সুলতানা,জাগ্রত ব্যবসায়ী ও জনতা রংপুর জেলা এর সম্মানিত সাংগঠনিক সম্মাদক উমর ফারুখ, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব এর রংপুর জেলা সাধারণ সম্পাদক শাওন ইসলাম,কাউনিয়া উপজেলা সহ সভাপতি মনিরুজ্জামান, গংগাচড়া উপজেলার সভাপতি রায়হান মিয়া,সিমা,মুক্তা,আজাদ সহ অন্যান্য স্বেচ্ছাসবকবৃন্দ।
স্থানীয় সাহায্য প্রাপ্ত মানুষদের মাঝে একজন বলেন,
আমরা এই শীত বস্ত্র ও কম্বল পেয়ে অনেক খুশি, আমাদের কিছুটা হলেও শীত লাঘব হলো।
জাগ্রত ব্যবসায়ী ও জনতার সম্মানিত চেয়ারম্যান জনাব শিহাব রিফাত আলম বলেন,
জাগ্রত সেবা প্রত্যেক জেলার সমস্যা গুলো নিয়ে কাজ করেন অনুরূপ,জাগ্রত সেবা রংপুর জেলা কমিটি মূলত আত্মহত্যা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।
আমরা ঢাকায় প্রতি সপ্তাহে অনাহারি মানুষের মাঝে খাবার বিতরণ করি এ ক্ষুদ্র আয়োজন মনকে শান্তনা দেয় মানুষের জন্য বিশাল ভাবে কিছু করতে পারলে আমরা আরো খুশি হতাম।।
উল্লেখ্য জাগ্রত সেবা রংপুর জেলা কমিটির তিনজন আইডল প্রতিনিয়ত আত্মহত্যা রোধে যুদ্ধ করে যাচ্ছেন,
কবি ও সংগঠক মনিরা সিরাজ সাথী(শিক্ষক)তরুন লেখিকা ও সংগঠক সানু তাছমিন(সেবিকা) ও তরুন লেখক ও সংগঠক আহসান হাবীব মানিক(ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থি)।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *