মির্জাপুরে পুলিশের সোর্স নুরু জেলহাজতে

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের সোর্স হিসেবে কাজ করা আলোচিত নুরু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮জানুয়ারি) নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোর্স উপজেলার নবগঠিত ভাওড়া ইউনিয়নের পাইখার ভাওড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে নুরু মিয়া (৫৭) বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রেপ্তারকৃত নুরু মিয়ার বিরুদ্ধে পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি, মামলা, হামলা, ত্রাস সৃষ্টিসহ নানা অভিযোগ এনে লিখিতভাবে টাঙ্গাইল ৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় ভুক্তযোগী এলাকাবাসী।

ওই অভিযোগে এলাকাবাসী নুরু মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী গঠন করে নানা অপকর্মেরও কথা উল্লেখ করেন। এ নিয়ে বিগত কয়েকদিন বিভিন্ন জাতীয় পত্রিকায় একাধিক সংবাদও প্রকাশিত হয়।

এই ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক রামকৃষ্ণ দাস জানান, নুরু মিয়ার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হাফিজুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *