August 31, 2025, 10:40 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান স্বীকৃতিস্বরুপ প্রবাসী ক্যাটাগরীতে পুনরায় সিআইপি নির্বাচিত হওয়ায় মো. জসিম উদ্দীন সিআইপিকে সংবর্ধিত করেছে বোয়ালখালী প্রেসক্লাব।
বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি অধীর বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বাংলা টিভির ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী মোঃ মুছা। প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফারুক ইসলাম, যুগ্ম-সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো.নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, চৌধুরী এমরান , এস,এম নাঈম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ, জাহিদ হাসান, শাহা আলম বাবলু ও মো. খোরশেদ আলম, ব্যবসায়ী এস,এম ইয়াকুব প্রমূখ।