August 31, 2025, 10:26 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১২ জন।
শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট এলাকার ঝাকুয়াপাড়া বারী মুন্সীর মোড় নামক স্থানে সুন্দরগঞ্জ টু রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসালয়ে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে একটি বাস রংপুর যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি ঔষধের গাড়ি ও মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তায় উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের ওই যাত্রী নিহত হন। এতে গুরুতর-১ জন ও আরও ১১ জন আহত হয়।
নিহত রফিকুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ারকুড়া তালুক বাজিত গ্রামের বাসিন্দা।
থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম এ প্রতিনিধিকে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।