January 15, 2025, 7:57 am
সাগরকন্যা পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ উপকূল রাঙ্গাবালী। উপজেলাটির নদ-নদীর মোহনায় দীর্ঘবছর ধরে ভাসমান অবস্থায় বসবাস করছে দেশের সবচেয়ে দারিদ্র্য সম্প্রদায় ‘মান্তাথরা। সম্প্রতিক সময়ে সম্প্রদায়টির বড় একটি অংশ পেয়েছে ডাঙায় বসবাসের সুযোগ, মিলেছে মুজিববর্ষের উপহার- ঘরসহ জমি। এভাবেই জল থেকে তুলে এনে ৪০টি পরিবারকে নিয়ে উপজেলাটির চরমোন্তাজ ইউনিয়নে উপজেলা প্রশাসন গড়ে তুলেছে ‘চরমোন্তাজ মান্তাপল্লীথ।
ভাসমান ও এই মান্তাপল্লীতে আশ্রয় নেয়া মান্তাদের শীতের তীব্রতা থেকে মুক্তি দিতে ‘বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট এলায়েন্স (বিওয়াইডিএ)থ ভুক্ত যুব সংগঠন ‘রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটি (আরওয়াইএস)থ এর সহযোগিতায় ও আর্থিক প্রতিষ্ঠান ‘আইপিডিসি ফাইন্যান্সথকে সাথে নিয়ে উষ্ণতার আবরণ (কম্বল) বিতরণে এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য সামাজিক প্রতিষ্ঠান ‘ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিওয়াইডিএফ)থ।
বৃহস্পতিবার (১৯ই জানুয়ারি) শতাধিক পরিবারের সদস্যদের হাতে উষ্ণতার আবরণ স্বরূপ কম্বল তুলে দেন সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন– মান্তাবন্ধু সাথী আজাদ খান, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পটুয়াখালী জেলার সভাপতি ফারহানা মিশু টুম্পা, সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার ইবু, এ্যাড. জসিম উদ্দিন, রাঙ্গাবালী ইয়ুথ সোসাইটি (আরওয়াইএস)-এর সভাপতি সাইফুল ইসলাম সায়েম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম শ্মরন, সহ-সভাপতি মো. ইমরান ও প্রচার সম্পাদক মো. হৃদয় প্রমুখ।
রফিকুল ইসলাম
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা।।