January 15, 2025, 5:38 am
স্টাফ রিপোর্টারঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার উদ্যোগে ১৯জানুয়ারী লালদীঘির পাড় দলীয় কার্যালয়ের চত্বরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালের সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন যশোর জেলা বিএনপির আহবায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্ন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুল ইসলাম খান রিয়েল, জেলা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাসার সুজন সহ নেতৃবৃন্দ।