সুন্দরগঞ্জে বই পাঁচার মামলায় ৩ আসামী রিমান্ডে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের চলতি বছরের সাড়ে ১১ হাজার পাঠ্যবই পাচারের মামলায় ৩ আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।জানা গেছে,বৃহস্পতিবার আদালতের বিজ্ঞ বিচারক মেহেদী হাসান আসামীদের প্রত্যকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমাণ্ডকৃত আসামীরা হলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহায়ক মাজেদুর রহমান, ট্রাক চালক শ্যামল ও তার ভাই রাসেল মিয়া। এর আগে গত রবিবার (১৫ জানুয়ারী) দিনগত রাতে ট্রাকযোগে এসব বই পাঁচারকালে সিরাজগঞ্জের যমুনা সেতু (পশ্চিম) থানা পুলিশ আটক করে। এসময় ট্রাক চালক শ‍্যামল ও হেলপার রাশেল ২ সহোদরকে আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অফিস সহায়ক মাজেদুরকে গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাদী হয়ে পরের দিন (সোমবার) থানায় একটি মামালা করেন। এ মামলার বাদীকে নিয়ে সর্ব মহলেই চলছে নানান রকম প্রশ্ন। মামলাটি তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান।
ডিবি ওসি মোখলেছুর রহমান সরকার জানান, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছেনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *