January 15, 2025, 8:39 am
হাফিজুর রহমান. টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার(১৮জানুয়ারী২৩)ইং দুপুরে পৌরসভার বর্ণিচন্দবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা জানান, বর্ণিচন্দ বাড়ী এলাকার মৃত তোতা মিয়ার স্ত্রী রুবি আক্তার তার বখাটে মাদকাসক্ত ছেলে আতিকুর রহমান(২৮)এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পরে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে নিজ ঘর থেকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে ৩ গ্রাম গাঁজাসহ একটি চাকু পাওয়া যায়। পরে তাকে ৬ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযান চলাকালে ধনবাড়ী থানার এস আই দোলোয়ার হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদক সেবী আতিকুর রহমান(২৮) ঐ এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
হাফিজুর রহমান।