July 13, 2025, 2:17 pm
মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা প্রশাসন ও প গড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে সাড়ে ৫লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) প গড় বোদা উপজেলায় অবস্থিত ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ও জেলা প্রশাসন প গড় এর সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, প গড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ এর সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারক উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশ, প গড় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বোদা, প গড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, প গড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।
মুহম্মদ তরিকুল ইসলাম