পটিয়ায় মোখলেছ ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ ১৯ জানুয়ারি

প্রেস বিজ্ঞপ্তি॥

পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের
পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মোখলেছ ভান্ডার দরবার
শরীফের বার্ষিক ওরশ শরীফ ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার)। এ উপলক্ষে বাদে ফজর
কোরআন শরীফ, বাদে আছর খতমে গাউছিয়া ও তাওয়াল্লাদে গাউছে মাইজভান্ডারী,
বাদে মাগরিব মিলাদ মাহফিল ও বাদে এশা মাইজভান্ডারী ছেমা-মাহফিল ও আখেরী
মোনাজাতের আয়োজন করা হয়েছে। উক্ত বার্ষিক ওরশ শরীফে সকল ভক্তবৃন্দকে
উপস্থিত থাকার জন্য মাজারের আওলাদ মাষ্টার মুহাম্মদ আবদুল গণি
মাইজভান্ডারী অনুরোধ করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *