August 31, 2025, 8:45 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার ১৭ জানুয়ারী দুপুরে বানারীপাড়া উপজেলা হাসপাতাল রোডে ভ্রাম্যমাণ আদালত পাঁচ ঔষধের দোকানিকে বিভিন্ন অনিয়মের জন্য ১৯ হাজার টাকা জরিমানা করেছেন । বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড ফাতিমা আজরিন তন্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সংবাদ পেয়ে বানারীপাড়া বন্দর বাজারের প্রায় ঔষধের ফার্মেসী বন্ধ করে দোকানিরা পালিয়ে যায়।এ থেকে দোকান বন্ধ হওয়ার কারণে বিপদে পড়ে ঔষধ কিনতে আসা ক্রেতারা। তারপরও উপস্থিত সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ জানায় ভ্রাম্যমান আদালত টিমকে ।যাতে অবৈধ ঔষধ বিক্রয় থেকে ব্যাবসায়ীরা বিরত থাকে ও সাবধান হয়ে যায় এবং তাদের কে আইনের আওতায় নেয়া হয়।