January 15, 2025, 1:54 pm
মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় টেক্সটাইল রং কে খাবারের রং হিসেবে বিক্রি করায় মেসার্স পাল এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক কৌটা রং জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও ইচ্ছেমাফিক মূল্য বসিয়ে নিত্যপণ্য বিক্রি করায় মেসার্স সরকার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেয়াদহীন খাদ্য পণ্য বিক্রি করায় মেসার্স রিপন সাহাকে ১০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় দীপা স্টোরকে ৪ হাজার টাকা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মহাদেব ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানাসহ ভোক্তা অধিকার বিরোধী এমন কর্মকাণ্ডের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। বেলা ১২টা থেকে ভুক্তা অধিকার জেলা সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর শাহাদাত হোসেন এবং এসআই আলমগীরের নেতৃত্বে মুরাদনগর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।