December 26, 2024, 12:10 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ের ২য় ধাপের নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলায় ১ম,২য় ও ৩য় পর্যায়ে সর্বমোট ১৩০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন তাদের স্বপ্নের ঠিকানা।
বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।
তারাকান্দা উপজেলায় তৃতীয় পর্যায়ের ২য় ধাপে উদ্বোধন যোগ্য ঘর না থাকলেও এর পূর্বে ৩য় পর্যায়ে ৪০টি গৃহ হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে বালিখাঁ ইউনিয়নে ২৮টি ও বানিহালা ইউনিয়নের ১২টি ঘর।
আরোও উল্লেখ্য যে, তারাকান্দা উপজেলায় ১ম পর্যায়ে ৫০টি এবং ২য় পর্যায়ে ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে।
ঘর প্রতি বরাদ্দ দেওয়া হয় ২ লক্ষ ৪০ হাজার টাকা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকী,ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরিফুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তারা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন পর্যায়ের উপকারভোগী সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা এমন অভূতপূর্ব মহতী উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
জানা গেছে, ২১ জুলাই সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলায় ২ শত ৮৭ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের নিকট জমি সহ গৃহ, জমির কবুলিয়ত, দলিল ও খতিয়ান প্রদান করা হয়। সেই সাথে জেলার ফুলপুর,নান্দাইল, ফুলবাড়িয়া ও ভালুকা সহ মোট ৪ টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হয়েছে। নান্দাইল উপজেলার সাথে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি যুক্ত হয়েছিলেন। যেখানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের চমৎকার উপস্থাপনার মাধ্যমে উৎসবমূখর পরিবেশে ভূমি ও গৃহ প্রদান কর্মসূচি সম্পাদন হয়।