August 31, 2025, 10:45 pm
ষ্টাফ রিপোর্টারঃ
দলমত নির্বিশেষে সবাইকে শীতার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সানোয়ার হোসেন । পাশাপাশি তিনি বলেছেন, সরকারের কাছে পর্যাপ্ত শীত উপকরণ রয়েছে। শীতার্তদের মাঝে সুষ্ঠুভাবে কম্বল ও শুকনো খাবার বিতরণ তদারকি করতে বিভিন্ন উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। চলমান শীতে জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
দুর্যোগ কর্মকর্তা বলেন, শীতবস্ত্রের জন্য কেউ যেন কষ্ট না পায় সে লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।সরকারের মজুদের কোনো কমতি নেই বলেও জানান তিনি।