August 31, 2025, 2:53 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সড়ক অ-বরোধ করে মানিকহাট ইউনিয়ন পরিষদে ভূমি অফিস স্থানান্তরের দাবিতে বিক্ষো-ভ ও মা-নববন্ধন আশুলিয়ায় কিশোর গ্যা-ং মা-দক স-ন্ত্রাসীদের অ-ত্যাচারে অতি-ষ্ঠ পোশাক শ্রমিক এলাকাবাসী সুনামগঞ্জ-৫ আসনে জ-মজমাট ল-ড়াইয়ে বিএনপি জামায়াত ও উদীয়মান ইসলামি নেতৃত্ব ধামইরহাটে অ-গ্নিকান্ডে ক্ষ-তিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, টাকার চেক ও খা-দ্যদ্রব্য বি-তরণ পাইকগাছায় পোদা নদী ও গয়সা খাল উন্মুক্তের দা-বীতে মা-নববন্ধন অ-নুষ্ঠিত গোদাগাড়ীর পালপুর মালিগাছায় দু-র্বৃত্তরা নিজ বাড়িতে খু-ন করছে এক বৃদ্ধাকে নলছিটিতে জা-মায়াতের এমপি প্রার্থীর গ-ণসংযোগ অ-ভিযোগের পাহাড়ে বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা প্রবীর দাশ গ্রে-প্তার ডাসারে শ্রী রাধা রানীর জন্ম অষ্টমী উপলক্ষে প্রা-র্থনা সভা অ-নুষ্ঠিত কালীগঞ্জে শি-য়াল খোওয়া স্কুল এ্যান্ড কলেজে বর্ণাঢ্য সূধী স-মাবেশ
জেলা দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা শাখার প্রস্তুতিমূলক সভা

জেলা দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা শাখার প্রস্তুতিমূলক সভা

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
আগামী ২৭ জানুয়ারি খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিকী সম্মেলন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ীতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ কুমার সাধু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা বিষয়ক সম্পাদক রমেন্দ্র নাথ সরকার। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর স ালনায় এসময়ে বক্তৃতা করেন, পূজা পরিষদের নেতা সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, দীপক মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, তৃপ্তিরঞ্জন সেন, বাবু রাম মন্ডল, জগদীশ রায়, তাপস সাধু, সুকৃতি মোহন সরকার, বিজন রায়, কালীপদ বিশ্বাস, প্রাণকৃষ্ণ মন্ডল, প্রকাশ ঘোষ বিধান, গৌরঙ্গ মন্ডল, বিভাসেন্দু সরকার, বিপুল বিশ্বাস, কল্লোল মল্লিক, সুনীল মন্ডল, কেন্দ্রীয় পূজা মন্দির সভাপতি দেব্ব্রত রায় দেবু, অখিল মন্ডল, দিপংকর মন্ডল, গৌতম মন্ডল, পীযূষ সাধু, মনোজিৎ মন্ডল, দ্বীজেন মন্ডল, রামপ্রসাদ, পরেশ মন্ডল, দীপংকর শীল, উজ্জ্বল মন্ডল, পরেশ মন্ডল, শ্যামপদ মন্ডল, অনুকূল ব্যানার্জী, পংকজ মন্ডল, অসিত মন্ডল, দীবা মন্ডল, জগন্নাথ দেবনাথ, বিদ্যুৎ ঘোষ, তুষার মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।

পাইকগাছায় নছিমন চাপায় শিশুর মুত্যু
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় নছিমন চাপায় সাব্বির (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, ১২ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোলাদানার পার বয়ারঝাপায় আলমগীর গাজীর ছেলে সাব্বির রাস্তা পার হবার সময় বেকারীর পন্য বোঝাই দ্রুত গতির নছিমন তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। স্থানীয়রা নছিমন জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি। নিহত সাব্বিরের দাদা নজরুল গাজী বলেন,বিকেলে সোলাদানা বাজার থেকে আমার স্ত্রীর ও সাব্বির ইজিবাইক যোগে এসে বাড়ীর সামনে নেমে পিচের রাস্তা পার হচ্ছিল। এমন সময় দ্রুত গতির নছিমন চাপা দিলে সাব্বির গুরুতর ভাবে আহত হয়। দ্রুত তাকে হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষনা করেন। এ ঘটনায় তিনি থানায় মুত্যুর অভিযোগ করেছেন।থনার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম জানান, নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD