July 1, 2025, 9:00 pm
ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বজ্রপাতে কামির হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের লালাপুর শুকানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কামির হোসেন ওই গ্রামের মৃত বসিরউদ্দীনের ছেলে।
জানা যায়, বাড়ির পাশে বিকালে কামির হোসেন আমন ধান রোপণের জন্য জমি প্রস্তুত করছিল এসময় আকাশ থেকে হঠাৎ বজ্রপাত পরে তার উপর। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান।এ ঘটনার সত্যেতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম।
গৌতম চন্দ্র বর্মন
ঠাকুরগাঁও।