January 15, 2025, 10:37 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের দুর্গম এলাকায় নবগঠিত শাম্ভুকরায় পাড়ায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা করেন অষ্ট্রেলিয়া প্রবাসী অভিলাষ কান্তি ত্রিপুরা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি ) দুপুর ১২ টার সময় নবগঠিত প্রতিষ্ঠিত শাম্বুকরায় পাড়ায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্ট্রেলিয়া প্রবাসী অভিলাষ ত্রিপুরার ব্যক্তিগত অর্থায়নে শিক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় বিদ্যালয়ের সভাপতি খগেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়া প্রবাসী অভিলাষ ত্রিপুরা। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ও নালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর সিংহ ত্রিপুরা।
এই সময় আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংক খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপক (এজিএম) সমর কান্তি ত্রিপুরা, কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা ,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর শাখার সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা ,বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিরঞ্জন ত্রিপুরা, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবল ত্রিপুরা, ৪নং ওয়ার্ডের সদস্য জাবেদয়া ত্রিপুরা,স্থানীয় কার্বারী গনেশ ত্রিপুরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে শিক্ষকদের মাঝে ডাইরি ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অষ্ট্রেলিয়া প্রবাসী অভিলাষ কান্তি ত্রিপুরা ।এরপর সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার ম্যানেজার (এজিএম) সমর কান্তি ত্রিপুরা ও অমর সিংহ ত্রিপুরার পক্ষ থেকে দুইটি ক্রিড়া সামগ্রী ফুটবল দেওয়া হয়।
এই সময় বক্তারা এই ধরনের মহতী উদ্যোগের জন্য ও শিক্ষা প্রসারে ভূমিকা রাখাসহ শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য অস্ট্রেলিয়া প্রবাসী অভিলাষ ত্রিপুরা ও তার পরিবারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।