January 2, 2025, 11:13 pm
স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার-এর সভাপতিত্বে আঞ্চলিক কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে ১২ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় আঞ্চলিক কেন্দ্রে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অভ্যন্তরিন সভায় বাউবির একাডেমিক প্রোগ্রামের চলমান ভর্তি কার্যক্রমে শিক্ষার্থী বৃদ্ধিতে করণীয়, দাপ্তরিক কাজের গতিশীলতা আনয়ন ও বাস্তবায়নে সর্বত্র শুদ্ধাচার চর্চা প্রয়োগ, QR Code-এর উদ্বোধন, অনিক সেল এর কার্যক্রমের পরিধি, বাগান পরিচর্যা ও বাউবির বেদির কার্যক্রমের অগ্রগতি, বাৎসরিক বনভোজনের আয়োজন, মাসিক সমন্বয় সভা জুম-এ আয়োজন এবং আঞ্চলিক কেন্দ্রের সমসাময়িক দাপ্তরিক কার্যাদি সম্পাদন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেন আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক এমএস মোছাঃ মোরশেদা খাতুন, সহকারী পরিচালক জনাব আবু তালেব হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আরিফুল ইসলাম। সভা শেষে আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার সকল কর্মকর্তা, কর্মচারী ও উপস্থিত শিক্ষার্থীদের সাথে নিয়ে স্টুডেন্ট শেডে QR Code-এর উদ্বোধন করেন। QR Code সম্পর্কে আঞ্চলিক পরিচালক বলেন,
এই QR Code মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই বাউবির বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবেন। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে ৬টি QR Code ব্যবহার করা হয়েছে। প্রথমেই বাউবির নিজস্ব ওয়েব পেজ, এরপর ভর্তি সংক্রান্ত তথ্য, তারপর সরাসরি ভর্তি, রেজিস্ট্রেশন/ক্লাসের তথ্য, পরীক্ষার সময়সূচী এবং সর্বশেষ হচ্ছে ফলাফল সংক্রান্ত তথ্য।
আঞ্চলিক পরিচালক মহোদয়ের সভাপতিত্বে অভ্যন্তরিন সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন অত্র আঞ্চলিক কেন্দ্রের সহকারী আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার।