ময়মনসিংহে শাওন হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা এলাকার শাওন হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা নগরীর গন্দ্রপা এলাকা থেকে খুন মামলায় জড়িত থাকার অপরাধে হত্যাকান্ডের মুলহোতাসহ ৩জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, তোফাজ্জল হোসেন ওরফে শাহীন, মোঃ দিদার ও মোঃ অনিত হাসান ওরফে অমি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পুর্ব শত্রুতাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়
গ্রেফতারকৃতদের তথ্য মতে, হত্যায় ব্যবহৃত গাছের ডাল (লাঠি) উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি ) দুপুরে জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।গ্রেফতাররা হলেন- আসামী তোফাজ্জল হোসেন @ শাহীন সহ তাহার সাথে থাকা দিদার, অমি।

কোতোয়ালি মডেল থানার এক প্রেস ব্রিফিং এ জানা যায়-গোহাইলকান্দি তিনকোনা পুকুরপাড় এলাকার আবুল হোসেন এর পুত্র আসামী তোফাজ্জল হোসেন @ শাহীন (৩৫) এর সাথে টাকা পয়সার লেনদেন নিয়া একই এলাকার শাওনের সাথে বিরোধ ছিল। উক্ত বিরোধের জের ধরে ৯জানুয়ারী রাত অনুমান ১০.০০ টার সময় আসামী তোফাজ্জল হোসেন @ শাহীন সহ তাহার সাথে থাকা দিদার, অমি ও শাওন সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন মিলে কোতোয়ালী থানা এলাকার গন্দ্রপা বাংলাদেশ ব্যাংকের পিছনে বাগানে বসে আড্ডা দেওয়া ও লুডু খেলার সময় আসামী তোফাজ্জল হোসেন @ শাহীন তাহার পাওনা টাকা শাওনের কাছে চাইলে শাওন তাহাকে খারাপ কথা বলে। আসামী এই কথা সহ্য করতে না পারিয়া তাহার পাশে থাকা লাঠি দিয়া প্রথমে শাওনের পায়ে আঘাত করে এবং পরে তার মাথায় আঘাত করে। পরবর্তীতে শাওন মাটিতে লুটিয়ে পড়িলে আসামীরা ভোর রাতে শাওনকে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন শাওনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে চিকিৎসারত অবস্থায় শাওন মৃত্যুবরন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে শাওনের সহোদর বড় ভাই মোঃ শাকিল(৩৫)কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করিলে অভিযোগের ভিত্তিতে অত্র থানার এসআই(নিঃ) নিরুপম নাগ নেতৃত্তে সংগীয় অফিসার ও ফোর্স কোতোয়ালী থানাধীন গন্দ্রপা সাকিন হতে এজাহারভূক্ত আসামী ১। তোফাজ্জল হোসেন @ শাহীন (৩৫), ২. মোঃ দিদার (২৫), ৩। মোঃ অনিত হাসান @ অমি (২৪)দেরকে গ্রেফতার করেন এবং আসামী ১। তোফাজ্জল হোসেন @ শাহীন (৩৫), ২. মোঃ দিদার (২৫) হত্যাকান্ডের ঘটনা স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেন। আসামীরা পুর্ব শত্রুতা থাকায় এ সুযোগটি নেয় হত্যাকারী সন্ত্রাসীরা।
উল্লেখ্য যে, বর্নিত ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৭/২৭, তারিখ- ১১/০১/২০২৩ ইং, ধারা-১৪৩/৩৪২/৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

এছাড়াও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি-ছিনতাই প্রতিরোধসহ অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘন্টায় খুন মামলার এজাহারনামীয় ৩ আসামী সহ ১১ জনকে গ্রেফতার করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *