September 8, 2024, 1:15 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত পীরগঞ্জে সাংবাদিক কাজী নুরুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল র‌্যাব-১২’র অভিযানে ১৮৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নেছারাবাদে দুইশত সাতচল্লিশ কেজি হরিনের মাংস উদ্ধার গ্রেফতার-২ জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে রাজশাহীতে যা বললেন ধর্ম উপদেষ্টা দ্বীনের কাজে অর্থ ও সময় দিতে হবে গোদাগাড়ীতে নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আরএমপি’র নতুন পুলিশ কমিশনার আবু সুফিয়ানের যোগদান মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সন্মেলন খাগড়াছড়িতে বিএনপির সম্প্রীতির সমাবেশ জনসমুদ্রে পরিণত কাল‌কি‌নি‌তে অ‌বৈধ‌ ড্রেজা‌রের বিরু‌দ্ধে অ‌ভিযান
তারাকান্দায় অফিসে বসেই প্রকাশ্যে ঘুষ নেন ভূমি সহকারী কর্মকর্তা নূরুল ইসলাম

তারাকান্দায় অফিসে বসেই প্রকাশ্যে ঘুষ নেন ভূমি সহকারী কর্মকর্তা নূরুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ
অফিসে বসে প্রকাশ্যে ঘুষ নেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূরুল ইসলাম। সম্প্রতি বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেয়ে, তাঁর এই ঘুষ গ্রহণের ভিডিও ধারণ করতে সক্ষম হয় সাংবাদিকরা।

ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূরুল ইসলাম তাঁর অফিসে নামজারি করতে আসা সাংবাদিক রিয়াদ এর সঙ্গে টাকার বিনিময়ে কাজ করে দেওয়ার জন্য দর-কষাকষি করছেন। একপর্যায়ে দুই হাতে টাকা গুনতে গুনতে পাঞ্জাবির পকেটে ঢুকান ঘুষের টাকা।

এ সময় তিনি ‘ন্যায্য ও নির্ধারিত টাকায়, নিয়ম মেনে’ অফিসে কাজ করতে গেলে যে ভোগান্তির স্বীকার হতে হয়, তা বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেন। ঘুষ প্রতিরোধে বাণিজ্য একই সময় সেবা নিতে আসা বেশ কয়েকজনকে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখতে দেখা যায়। ওই কর্মকর্তার কানে কানে কথা বলতেও দেখা যায় অনেককে।

কথোপকথনের একপর্যায়ে ভূমি কর্মকর্তা বলেন, ‘এইটা তো আমার অফিসের কাজ। উল্লেখ্য, এই ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন পোস্ট ও মন্তব্য করেছেন। এ কর্মকর্তা বালিখাঁ ইউনিয়ন ছাড়াও আরো একটি ইউনিয়নে একসাথে দায়িত্ব পালন করে আসছে।

তিনি বলেন সাংবাদিক হোন, আর যায় হোন টাকা ছাড়া কাজ হবে না আমার অফিসে। তখন সাংবাদিক রিয়াদ বলেন, আমাকে শুধু প্রস্তাব করে দেন, ভূমি কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ৩ হাজার টাকা দেন, পরে রিয়াদ বললেন, খারিজ টা আপনিই করেদেন, তখন ভূমি কর্মকর্তা নূরুল ইসলাম ৮,৫০০ টাকা চান, তখনই সাংবাদিক রিয়াদ পকেট থেকে টাকা বের করে, ঐ ভূমি কর্মকর্তা নূরুল ইসলামের হাতে টাকা দেন, পরে তিনি নিজেই তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, ঘুষ নেওয়ার ১২ সেকেন্ড এর একটি ভিডিও দারুণ করতে সক্ষম হয়।

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের হট লাইনে একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক রিয়াদ। ইতিমধ্যে বিভিন্ন সাংবাদিক এর ফেসবুক আইডিতে এ নিউজ পাবলিশ হয়েছে। ঘটনাটি সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে জোড় দাবী জানান ভুক্তভোগীসহ স্থানীয় লোকজন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD