September 1, 2025, 7:33 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
WHRAPC’র আন্তর্জাতিক মেম্বা-রশিপ সার্টিফিকেট পেলেন সাং-বাদিক ও না-রী উদ্যোক্তা দা-য় এড়ানো নয়, কাজের মানে জ-বাবদিহি চাই: মেয়রের স্প-ষ্ট বার্তা ওয়াসাকে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঈশ্বরগঞ্জে ইঞ্জিনিয়ার এম এ মজিদের নেতৃত্বে বিএনপির বি-শাল শো-ডাউন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নে-তা রাজন ভূঁইয়া গ্রে-ফতার সলঙ্গায় ইয়া-বাসহ ৩ মাদক ব্য-বসায়ী গ্রে-ফতার বাবুগঞ্জে বন্ধুর ছু-রিকাঘাতে আহ-ত মেকানিক ইয়াসিনের মৃ-ত্যু- হ-ত্যা মাম-লা দা-য়ের র‌্যাব-১২ এর অ-ভিযানে ১৯৭৭ পিস ই-য়াবা সহ ৩ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নে-ই শো-কের ছা-য়া ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে মানুষের ঢ-ল নড়াইলে ডিবি পুলিশের অ-ভিযানে ই-য়াবা ট্যা-বলেটসহ একজন গ্রে-ফতার
ইসহাক কন্টেইনার ডিপো ও আদিলা এপারেলস ফায়ার সেফটি প্ল্যান না থাকায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা

ইসহাক কন্টেইনার ডিপো ও আদিলা এপারেলস ফায়ার সেফটি প্ল্যান না থাকায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম নগরীর হালিশহরের ইসহাক কন্টেইনার ডিপো এবং বারেক বিল্ডিং এলাকার বাংলাবাজারের আদিলা অ্যাপারেলস লিমিটেড নামের একটি গার্মেন্টসে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের যৌথ টিম। এ সময় ফায়ার সেফটি প্ল্যান ও পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইসার না থাকায় প্রতিষ্ঠান দুটিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানের সময় ইসহাক ডিপোতে একটি লাইসেন্স বিহীন পেট্রোল পাম্প শনাক্ত করা হয়েছে। ডিপোটি গত ২২ বছর ধরে ব্যবসা করলেও ফায়ার সেফটি প্ল্যানের

অনুমোদন বা বাস্তবায়ন কোনটিই করা হয়নি। এছাড়া সেখানে কয়েক হাজার কন্টেইনার থাকলেও ফায়ার এঙটিংগুইসার ছিল মাত্র ৩৫০টি। বলা যায় অগ্নিঝুকিতেই রয়েছে প্রতষ্ঠিানটি। যার কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের ভিতর পেট্রোল পাম্পের লাইসেন্সের জন্য আবেদন করার নির্দেশ দেয়া হয়।

তিনি আরও বলেন, এছাড়া বাংলাবাজারের দোভাষ ঘাটের পাশে আদিলা অ্যাপারেলস লিমিটেড নামের গার্মেন্টসটিতে ফায়ার সেফটি প্ল্যান ও পর্যাপ্ত ফায়ার এঙটিংগুইসার, ভূ–গর্ভস্থ পানির ট্যাংক এবং বিকল্প এঙিট প্ল্যান পাওয়া যায়নি। যার কারণে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধেই মূলত এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। যা পর্যায়ক্রমে চলতে থাকবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD