July 1, 2025, 3:07 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ায় ৫ লক্ষ টাকা ছিন-তাই গু-লাগুলি ও পৃথক স্পটে কিশোর গ-্যাং সন্ত্রা-সীদের হাম-লায় আহ-ত-৫ দুদ-কের বিশেষ অভি-যানেও ব-ন্ধ হয়নি বিআরটিএ কর্মকর্তা ও নির্বাচন অফিসের অনি-য়ম দুর্নী-তি পরিশ্রমী এক মানবিক চিকিৎসক ডা. হাসান মাহমুদ পাইকগাছা-সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের কাজ ফে-লে পালি-য়েছেন ঠিকাদার মহেশপুর সীমান্তে ফের ভারতীয় নারী আ-টক ঝিনাইদহের বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচী’২৫ পালিত তেঁতুলিয়ায় বিবিজি প্রকল্প কাজে ব্যাপক অ-নিয়ম, অফিস নেয় লাখে ২৫ হাজার রাজশাহী কেন্দ্রীয় কারা-গারে খুদে শিক্ষার্থীদের নিয়ে তারুণ্যের উৎসব ও আলোচনা সভা অনিষ্ঠিত অ-বৈধ সম্পদ অর্জন: স্ত্রী-পূত্রসহ বালুব্যবসায়ী রাজশাহী মহানগর আ.লীগ নেতা বেন্টুর বিরু-দ্ধে দুদ-কের মা-মলা সরকারী নির্দেশে ৭ ব-ন্দীর সা-জা মওকুফ, রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি
আশুলিয়ার তৈয়বপুরে একটি খালের মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কা

আশুলিয়ার তৈয়বপুরে একটি খালের মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কা

বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামের গজারিয়া একটি খালের মাছের ঘের নিয়ে দুই পক্ষের মাছের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী, এ ঘটনায় আশুলিয়া থানায় দুইপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী জানায়, এ ঘটনায় যেকোনো সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামের নামায় গজারিয়া একটি খালে বিভিন্ন কোম্পানির নামে সাইনবোর্ড স্থাপন করে রাখা এবং বিভিন্ন প্রজেক্ট ও ব্যক্তির মালিকানা জমিতে স্থানীয় আলী দেওয়ানসহ তার লোকজন প্রথমে ১০জন মাছের ঘের করেন, কিছুদিন ভোগদখল করে রাখার পর নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এ ঘটনায় তাদের মধ্যে বিবাদ নিয়ে মারপিট এর ঘটনাও ঘটে। এরপর উক্ত খালে সোহেল তালুকদার নামের এক প্রভাবশালী আরও একটি গ্রুপ যোগ হয়ে তাদের দখলে নিয়েছেন মাছের ঘেরটি। এ ব্যাপারে দুই পক্ষ আশুলিয়া থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
উক্ত ব্যাপারে অভিযোগকারী আলী দেওয়ান গণমাধ্যমকে বলেন, গজারিয়া খালে কোম্পানি ও বিভিন্ন মালিকের কাছ থেকে তিন বছরের চুক্তিতে জমি লিজ নিয়ে তারা ১০জন অনেক কষ্ট করে মাছের ঘের করেন, এই ঘের পরিচালনার জন্য ইয়ারপুর ইউনিয়ন পরিষদ থেকে আলী দেওয়ান তার নামে একটি ট্রেড লাইসেন্স করেন কিছুদিন আগে, এই লাইসেন্সের মেয়াদ শেষ হলে আবার লাইসেন্সটি মেয়াদ বাড়ানো হয় বলে ভুক্তভোগী আলী দেওয়ান জানান। তিনি আরও বলেন, হঠাৎ করে আশুরিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ির বাসিন্দা সোহেল তালুকদার ও তার লোকজন এসে সেখানে থাকা লোকজনকে মারপিট করে মাছের ঘেরটি দখল করে নিয়ে ১০জনের ভেতর জাহিদ হাসান জিতু অন্যতম তাকেও জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ভয়-ভীতি পদর্শন করেন তার লোকজন এই ঘটনার বিষয়ে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী জিতু।
এ ব্যাপারে বর্তমানে দখলে থাকা সোহেল তালুকদারের লোকজনের মধ্যে নাজিম বলেন, সোহেল তালুকদার এই ঘেরের মালিক, আর আলী দেওয়ান এই ঘেরে কর্মচারী ছিলেন। সে গোপনে ট্রেড লাইসেন্স তার নামে করে এই ঘেরের মালিক দাবী করেছেন। আলী দেওয়ানকে বছর চুক্তিতে কর্মচারী হিসেবে রাখা হয়, সে মাছ বিক্রি করে হিসাব না দেওয়ায় জটিলতা সৃষ্টি হয়। তার সহযোগী নাহিদও হিসাব দিতে ব্যর্থ হয়। তারা আরও বলেন, এ বিষয়ে আমরা আশুলিয়া থানায় একটি অভিযোগ করেছি, এ ব্যাপারে শনিবার বিকেলে থানায় বসার কথা রয়েছে। সোহেল তালুকদারের পক্ষে রনি নামের একজন বলেন, উত্তরণ কোম্পানির ৪০শতাংশ মালিক সোহেল তালুকদার কিন্তু আলী দেওয়ানের এখানে কোনো জমি নেই বলে দাবী করেন। আলী দেওয়ান যে অভিযোগ করছেন এসব মিথ্যা ও ভিত্তিহীন। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে বলে রনি জানান।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ইন্টেলিজেন্স কার্যক্রম (ওসি) মোঃ মিজানুর রহমান (মিজান) এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে দুইপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন থানায়, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। অন্যদিকে র‌্যাব জানায়, ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরের শেষ সীমান্তে উক্ত এলাকায় মাদক ও জুয়ার আসর বসে বলে এলাকাবাসী জানিয়েছেন, সেই সাথে দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকার সন্ত্রাসীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে। তদন্ত করে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও র‌্যাব জানান।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD