January 2, 2025, 5:07 pm
সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগরে এস এসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে মাহাব্বুর রহমান(ফাহিম)। সে সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে গত এসএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে অংশগ্রহন করে জিপিএ-৫ অর্জন করে। বিশিষ্ট ব্যবসায়ী সুজানগর পৌরসভার মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা মাকসুদুর রহমান( সরদার মধু) ও ফেরদৌসী রহমান দম্পতির সন্তান ফাহিম। গ্রামের বাড়ি উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুরে। ফাহিমের এমন অর্জনে খুশি তার পরিবার,শিক্ষক সহ এলাকাবাসী। এর আগেও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ট্যানেলপুলে বৃত্তি লাভ করে ফাহিম। মাহাব্বুর রহমান(ফাহিম) বলেন, আমার এ ভালো ফলাফলে বাবা-মার পাশাপাশি শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। মাহাব্বুর রহমান(ফাহিম) এর পিতা সুজানগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাকসুদুর রহমান( সরদার মধু) জানান, আমার এক ছেলে ও এক মেয়ে । মেয়ে সিরাজুম মনিরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং তার রোল ০১। তাদের দুই সন্তান যেন সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে এ জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি