January 2, 2025, 11:37 pm
রিপন ওঝা,মহালছড়ি
মহালছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচিতে আজ ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ মহালছড়ি উপজেলা শাখার কর্তৃক আনন্দ র্যালি ও আলোচনা সভা শেষে কেক কাটার আয়োজন করা হয়েছে।
উক্ত আনন্দ র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এসে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি রতন কুমার শীল ও বিশেষ অতিথি হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রঞ্জিত দাশ এর সঞ্চালনা করেন।