ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ;পটিয়ায় আনন্দ শোভা যাত্রা

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় এক আনন্দ শোভা যাত্রা বের করা হয়েছে। বুধবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতা এবং বর্তমান আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আগামী জাতীয় নির্বাচনে দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী বদিউল আলমের অনুসারীরা আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করেন।

এসময় ছাত্রলীগ কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বদিউল আলমের পোস্টার ব্যানার নিয়ে রাজপথকে বর্নিল করে তোলেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মো. হাসান, মোহাম্মদ সাকিব, মো. আনিস, মো. রুবেল শিবলু, সুজন, বেলাল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *