January 3, 2025, 3:34 am
বি এম মনির হোসেনঃ-
বর্নাঢ্য র্যালি, কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে গতকাল ০৪ জানুয়ারি বুধবার বরিশালের গৌরনদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ও গৌরনদী পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল ০৪ জানুয়ারি সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, এরপর ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বেলা সাড়ে ১০টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ৭৫ পাউন্ডের কেক কাটাসহ ১১টায় দলীয় কার্যালয় চত্বর থেকে আনন্দ র্যালি বের করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন বাচ্চু, মাসুম মল্লিক খোকন, উপজেলা আ’লীগ নেতা মো.নান্টু হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, আবদুর রাজ্জাক হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, গোলাম হাফিজ মৃধা, সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বেপারী, পৌর আওয়ামী লীগের, সাধারন সম্পাদক আতিকুর রহামন শামীম, উপজেলা যুবলীগের সভাপতি মো.আনিসুর রহমান সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও কমিশনার আল-আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান রনী, কাউন্সিলর মো.ইখতিয়ার হাওলাদার, সাবেক কাউন্সিলর রেঝাউল করিম টিটু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান দ্বীপ, গৌরনদী কলেজের সাবেক ভিপি মো.সুমন মাহমুদ, কাউন্সিলর মিলন খলিফা, সাখাওয়াত হোসেন সুজন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রিন্স রেনাল্ড, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইমরান মিয়া, পৌর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. স্বপন হাওলাদার-প্রমূখ।