December 26, 2024, 5:21 pm
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে মো. সুজন মিয়া (৩২) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানার পুলিশ।
সোমবার(২ জানুয়ারী২৩)ইং সন্ধ্যায় উপজেলার যদুনাথপুর ইউনিয়নের এক গ্রাম থেকে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সুজন মিয়া পার্শ্ববর্তী জামালপুর জেলার দিগপাইত সদরের মাতারপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। সে ধনবাড়ীতে বিয়ে করে ঘর জামাই হিসাবে থেকে শ^শুর বাড়ীতেই বসবাস করে আসছে।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, সোমবার দুপুরে শিশুটি তাঁর কয়েক সঙ্গীর সাথে বাড়ীর পাশে খেলা করছিল। খেলার শেষে সঙ্গীরা চলে গেলে প্রতিবেশী সুজন মিয়া শিশুটিকে ডেকে নিয়ে নিজ ঘরে আটকে রেখে শিশুটির উপর নির্যাতন চালায়। এ সময় শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে সুজন মিয়াকে আটক করে রাখে। এলাকাবাসী বিকালে থানায় খবর দিয়ে তাঁেক পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ধনবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অভিযুক্ত মো. সুজন মিয়া গ্রেপ্তার করে এবং শিশুটি উদ্ধার করা হয়েছে। থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।’
হাফিজুর রহমান।।