January 3, 2025, 12:05 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ২০২৩ সালের বছরের প্রথম দিন সরকারের বিনামূল্যের নতুন বই বিতরণের মধ্য দিয়ে ‘বই উৎসব’ পালিত হয়েছে। রবিবার সকালে বাশাইল, নগরবাড়ি, গৈলা, সেরাল ও উপজেলার সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় ভেগাই হালদার পাবলিক একাডেমীসহ উপজেলা সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের মাধ্যমে বই উৎসব পালিত হয়েছে। নতুন বই বিতরণের আনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,ভেগাই হালদার পাবলিক একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক মিয়া,উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, নারী নেত্রী এলিনা জাহিন পুতুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম। অপর দিকে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ এনায়েত হোসেন নান্নু মিয়ার সভাপতিত্বে নতুন বই বিতরণ আনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক মিয়া, বাশাইল শহিদ সুকান্ত বাবু কলেজের সভাপতি এইচ এম মতিউর রহমান, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ,যুগ্ন সাধারণ সম্পাদক বিকাশ রায়, কোষাধ্যক্ষ ইত্তিকার তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।