August 27, 2025, 7:34 pm
নিজস্ব প্রতিনিধিঃ
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার অন্তর্গত হাইধর ইউনিয়নের পীরখাইন ইসলামিয়া মাদরাসার বার্ষিক সভা অত্র মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক হাফেজ মাওলানা হাবীবুল্লার সঞ্চালনায় মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ট্রাস্ট বোর্ড সদস্য, আল্লামা হাফেজ ক্বারী মাওলানা মোস্তফা আমিন খান, প্রধান আলোচক ছিলেন জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আনোয়ার শাহ্ আজাহারী,
বিশেষ আলোচক ছিলেন জামিয়া আরবীয়া জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ হোছাইন মাহমুদ।
বক্তব্য রাখেন বরকল ফয়জিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুছ সাত্তার, কৈয়গ্রাম মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা নুরুল আমিন, চট্টগ্রাম ন্যাশনাল ইংলিশ স্কুলের অধ্যক্ষ হযরত মাওলানা আসাদ উল্লাহ আদিল সহ প্রমুখ।
দিন ব্যপী অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি এলাকাবাসীর সতস্ফুর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সহ এলাকার মানব কল্যাণ নামক সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা প্রশংসার দাবিদার। এককথায় মাদ্রাসার বার্ষিক সভাটি এলাকাবাসীর মিলন মেলায় পরিণত হয়।
পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।