August 27, 2025, 1:33 pm
নাজিম উদ্দিন রানাঃ
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা এবং পুত্রকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাকার মাথা সংলগ্ন মতলব ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মতলব বেপারীর ছেলে ব্যবসায়ী হুমায়ূন কবির সবুজ (৫০) ও তার ছেলে নোমান হোসেন (২২)। নোমান দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
হামলাকারীদের হাত থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ফোন দিলে পুলিশ তাদের উদ্ধার করে। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়।
প্রতিবেশী আবদুর রহমান ও হারুনসহ তাদের লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন আহতরা। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত হুমায়ুন কবির ও নোমান জানান, আবদুর রহমানদের সাথে তাদের পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে । শুক্রবার সকালে রহিম লোকজন নিয়ে তাদের জমির উপর থাকা নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গেলে হুমায়ূন কবির ও তার ছেলেরা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আবদুর রহমান, শাহাবুদ্দিন (৫৫), ইব্রাহিম (৫০), মাকছুদুর রহমান, মো. হারুন ও আবদুল মতিন (৫০) দলবদ্ধ হয়ে তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে তারা দুই জন আহত হয়।
তারা আরও জানায়, অভিযুক্ত আবদুর রহমান পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে। তার দাপটে আমরা জিম্মি হয়ে আছি। আরেক অভিযুক্ত মাকছুদুর রহমানকে থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে। ছাড়া পেয়ে সে আমাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছে। আমাদের কারণে নাকি পুলিশ তাকে আটক করেছে, এ কারণে সে আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে।
আহত হুমায়ুন কবিরের ছেলে জাহাঙ্গীর হোসেন তারেক বলেন, হামলাকারীরা পিটিয়ে আমার বাবা এবং ভাইকে আহত করে। তাদের হাত থেকে বাঁচতে আমরা ৯৯৯-এ কল দিই। হামলাকারীরা তাদের রান্নাঘর ভাংচুর করেছে বলে জানান তিনি।
হামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবদুর রহমান বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। হামলার সাথে আমি জড়িত নই।
এদিকে আবদুর রহমান হামলার বিষয়ে অস্বীকার করলেও, একটি ভিডিও ফুটেজে লাঠি হাতে তাকে হামলায় অংশ নিতে দেখা গেছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ভূক্তভোগীরা থানায় লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ পুলিশের সোর্স পরিচয় দিয়ে অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি।