নড়াইলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, মসজিদের ইমাম গ্রেপ্তার আদালতে সোপর্দ

উজ্জ্বল রায়,নড়াইল থেকে:

নড়াইলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, মসজিদের ইমাম গ্রেপ্তার আদালতে সোপর্দ
নড়াইলের নড়াগাতিতে মসজিদের ইমাম কর্তৃক ৩য় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী’কে যৌনপীড়নের অভিযোগে রামপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মো. হুসাইন মোল্লা (২৭) কে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। সে পার্শবর্তী জেলা গোপালগঞ্জ সদর থানার শুলতানশাহী গ্রামের ফুরকান মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়নগর ইউনিয়নের রামপুর গ্রামের কামাল হোসেনের মেয়ে ৩য় শ্রেণীতে পড়ুয়া ওই স্কুল ছাত্রী মঙ্গলবার (১৯ জুলাই) সকালে রামপুর জামে মসজিদে আরবী পড়তে যায়। পরে ওই হুজুর আরবি পড়া শেষে ভিকটিম’কে রেখে সবাইকে ছুটি দিয়ে দেয়। এরপর মসজিদে ঝাড়ু দেওয়ার কথা বলে পূর্বপাশে তার শয়ন কক্ষের ভিতরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। পাশে বসিয়ে নিজের ভিকটিমের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভিকটিম বাড়ী ফিরে ব্যথার কথা তার মা,বাবাকে জানালে লম্পট ইমামকে আটক করে পুলিশকে খবর দেয়।
এই ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর পিতা বাদি হয়ে ওই লম্পট মসজিদের ইমামের বিরুদ্ধে যৌনপীড়নের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেন। ওই ঘটনায় এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
নড়াগাতি থানার ওসি (তদন্ত) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করা হযেছে। অভিযুক্ত ইমামকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *