August 27, 2025, 7:05 am
কুমিল্লা থেকে,
মোঃতরিকুল ইসলাম তরুন,
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানা পুলিশ ১২ (বার) কেজি গাঁজাসহএকটি প্রাইভেটকার ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
কুমিল্লার পুলিশ সুপার আঃ মান্নানের নির্দেশনায় অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন সহ বাঙ্গরা বাজার থানার নেতৃত্বে এসআই/কৃষ্ণ মোহন দেবনাথ সঙ্গীয় অফিসারগণ’সহ বাঙ্গরা বাজার থানার জিডি নং-১১৪২, তারিখ-২৮/১২/২০২২ ইং মূলে অত্র থানা এলাকায় জরুরী ডিউটি ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ০৭নং বাঙ্গরা বাজার(পশ্চিম) ইউপির দিঘীর পাড় এর কাউনিয়া মুড়ি এলাকাস্থ ব্রিজের পাকা রাস্তার উপর পৌঁছিয়া অস্থায়ী চেক পোষ্ট বসাকালে ধৃত আসামী জুয়েল রানা(২৩), (ড্রাইভিং লাইসেন্স নং-ঋচ০০৪০৫১৪২ঈখ০০০১), পিতা-মোঃ বাবলু মোল্লা, মাতা-জেসমিন বেগম, সাং-দাতপুর, ০৪নং ওয়ার্ড, পোষ্ট-চিতল বাজার, দাতপুর ইউপি, থানা-বোয়ালমারি, জেলা-ফরিদপুর একটি সাদা রং-এর প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া বাঙ্গরা বাজার হইতে বিষ্ণুপুর বাজারের দিকে যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পাইয়া সে উক্ত প্রাইভেট কার যোগে পালানোর সময় সঙ্গীয় অফিসারদের সহযোগীতায় আসামীকে আটক করতে সক্ষম হয় বলে পুলিশ সূত্রে জানায়।
আটককৃত জুয়েলের হেফজত হইতে ১২ (বার) কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবহনে নিয়োজিত একটি প্রাইভেট কার উদ্ধার পূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মূখে জব্দ তালিকা মূলে জব্দ করিয়া এসআই/কৃষ্ণ মোহন দেবনাথ থানায় আসিয়া এজাহার দায়ের করিলে বাঙ্গরা বাজার থানার মামলা নং-১৭, তারিখ-২৮/১২/২০২২ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (খ)/৩৮ রুজু করা হয়।