August 27, 2025, 3:45 am
আরিফ রববানী,ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র পেয়ে খুশী প্রায় দুই হাজার অসহায়-দুস্থ পরিবার। প্রকৃত অসহায় গরীব অসহায় মানুষেরা যেন এই উপহার পায় সেজন্য কম্বল নিয়ে নিজেই বাড়ী-বাড়ী গিয়ে প্রকৃত অসহায় গরীব মানুষ সনাক্ত করে এসব কম্বল বিতরণ করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল।
এর আগে গত বুধবার (২১ডিসেম্বর) সকালে মঠবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুম ৫ শতাধিক শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের মাধ্যমে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল। এর পর থেকে তিনি সমাজের প্রকৃত অসহায় গরীবদের সনাক্ত করে কম্বল বিতরণ করতে ইউনিয়নের প্রতি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় বাড়ী-বাড়ী গিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার পৌছে দিচ্ছেন।
সেই ধারাবাহিকতায় ২৭শে ডিসেম্বর মঙ্গলবার মঠবাড়ী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে গরীব অসহায় এবং বিধবা মহিলা দের সাথে সাক্ষাৎ করে তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল তুলে দেন এবং আর্থিক সহায়তা করেন। একই দিনে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে আরো ত্বরান্বিত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ওয়ার্ডের আওয়ামী লীগ ও যুবলীগের অফিস পরির্দশন করেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র আমার ইউনিয়নের দরিদ্রদের মাঝে পৌছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি ইউনিয়নের সব চেয়ে অসহায় ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের মাঝে বিতরণ করছি। তীব্র এই শীতের মধ্যে কম্বল পেয়ে সবাই অনেক খুশি হয়েছে।