May 13, 2025, 11:56 am
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : তারিখ:২৫-১২-২০২২ইং।চিকিৎসা নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার অফিস সহকারী নিহত! হয়েছে আহত হয়েছে ইউপি সদস্যা। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক সাড়ে তিন ঘটিকায় রংপুর শহরের সাথমাথা নামকস্থানে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আবদুর রাজ্জাক (৪০) নিহত হয়। একই সিএনজিতে থাকা ইউপি সদস্যা নুরনাহার গুরুতর আহত হয়। নিহত আবদুর রাজ্জাক রাজারহাট উপজেলা ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা মোসলেম উদ্দিনের পুত্র। আবদুর রাজ্জাক শরিসাবাড়ী দাখিল মাদ্রাসা অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তাহার অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মাদ্রাসার সুপার মোঃ সিরাজুল ইসলাম।আহত নুরনাহার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।আহত নুরনাহার বেগম কিসামত গোবধা গ্রামের আক্কাছ আলীর স্ত্রী। আহত নুরনাহার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যা। ইউপি সদস্য নুরনাহারের আহত ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামানিক# ছবি সংযুক্ত
এনামুল হক সরকার
রাজারহাট কুড়িগ্রাম।