বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন অার্য্যমিত্র বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভেন:সুদর্শী স্হবির

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

২৫শে ডিসেম্বর বড়দিনের উপলক্ষে শুভেচ্ছা বার্তা।

২৫শে ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এটি খ্রিষ্টান ধর্মের একটি বিশেষ দিন। খ্রিষ্টান ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে যীশু খ্রীষ্ট জন্ম গ্রহন করেন বলে বিশ্বাস করা হয়। তাই খ্রিষ্টান ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে এই উৎসবটি পালন করে থাকে। প্রতি বছর বিভিন্ন দেশে বিদেশে ২৫ শে ডিসেম্বর বড়দিন (ক্রিসমাস ডে) উৎসব পালিত হয়। সকল ধর্মীয় উৎসবের মতো বড়দিন পালনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো-মানুষ মানুষের মধ্যে প্রেম,ভালবাসা, মেত্রী ও পারস্পরিক ভ্রাতিত্ব বন্ধন সৃষ্টি করা ও মহান ঈশ্বর (ধর্মীয় নিয়ম নীতির) সানিধ্য থাকা । এই বিশেষ দিনে একে অপরের প্রতি উপহার প্রদান,গির্জায় উপাসনা,খ্রিষ্ট সংগীত,অানন্দ ভোজ,গৃহসজ্জা,খ্রিষ্টমাস ত্রি, অালোক সজ্জা,যীশুর জন্মের দৃশ্য,পারিবারিক সম্মেল ইত্যাদি অায়োজন করা হয়।
.
শুভ বড়দিনের মধ্যে দিয়ে সকলের মাঝে প্রেম,ভালবাসা মৈত্রী হৃদয়ের মাঝে বেজে উঠোক। জগতের সমস্ত অরাজকতা,হানাহানি,মারামারি দুরিভূত হোক, স্বর্গে যেমন,এই পৃথিবীতেও তেমনি শান্তি বর্ষীত হোক। এই বিশেষ দিনে জাতি,বর্ণ,ধর্ম নির্বিশেষে সকলের প্রতি জানাই ২৫ শে ডিসেম্বর (ক্রিসমাস ডে) বড় দিনের শুভেচ্ছা।
.আর্য্যমিত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুদশী ভান্তে

শুভেচ্ছান্তে
ভেন.সুদর্শী স্হবির
অধ্যক্ষঃ অার্য্যমিত্র বৌদ্ধবিহার,পানছড়ি,খাগড়াছড়ি।
সহ-সভাপতি, পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ,পানছড়ি উপজেলাব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *