August 26, 2025, 4:07 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের উদ্যোগে বৃ-ক্ষরোপণ কর্মসূচি সরকারি কলেজ ক্যাম্পাসে মসজিদ নি-র্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- ডিসি গোপালগঞ্জ রহমতপুরে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু, সম্পাদক কামাল নি-র্বাচিত মাদারীপুরে রাতের আঁ-ধারে বসতবাড়িতে দু-র্বৃত্তদের স-শস্ত্র হা-মলা নোয়াখালীতে চালককে হ-ত্যা করে অ-টোরিকশা ছি-নতাই নোয়াখালীর সেনবাগে ঘুমের মধ্যে ৪(চা) মাস বয়সী শিশুর মৃ-ত্যু ব্রাহ্মণপাড়ায় অর-ক্ষিত জ-মিদার বাড়ি বি-লীন হচ্ছে, দেখবার নেই প্রত্ন-তাত্ত্বিক নিদ-র্শন বি-ভাগের জিআই স্বীকৃ-তি পেল ফুলবাড়িয়ার সুস্বাদু লাল চিনি ঝালকাঠির নব-গ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভি-যোগ তদ-ন্তে সরে-জমিনে ডিজিএম খাগড়াছড়িতে ইমাম প্রশিক্ষণ কর্মশালা ও সাংগ-ঠনিক মূল্যায়ন সভা অনুষ্টিত
তেঁতুলিয়ায় ইউএনও’র দেওয়া শীতের কম্বল পেয়ে মহাখুশি ভগেন দাস

তেঁতুলিয়ায় ইউএনও’র দেওয়া শীতের কম্বল পেয়ে মহাখুশি ভগেন দাস

মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ হঠাৎ জেঁকে বসেছে শীত। এতে কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষের। পৌষের কনকনে শীতের রাতে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে নেই। গরম কাপড় জড়িয়ে উষ্ণতা নিচ্ছেন সামর্থবানরা। কিন্তু চরম বিপাকে পড়েছে ভবঘুরে, আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী, বেদে সম্প্রদায়, অসহায় ও ছিন্নমূল মানুষ। শীতের তীব্রতায় রীতিমতো কাঁপছে তারা।
এরই ধারাবাহিকতায় প গড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট শীতের কম্বল চাইতে যান ওই উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের ভগেন দাস। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)’র দেওয়া শীতের কম্বল পেয়ে মুখে হাসি ফুটেছে ভগেন দাসের। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এই সহানুভূতি দেখিয়েছেন।
জানা যায়, আসন্ন শীত মৌসুমে এবার গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য তেঁতুলিয়া উপজেলায় ৩হাজার ৪’শ ৩০পিস কম্বল উপ-বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে কম্বল পেয়ে খুশি খ্রিষ্টধর্মাবলম্বীদের ভগেন দাস বলেন, ‘কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে। এতে আমাদের মতো অসহায় মানুষের শীত নিবারণের জন্য তেমন কিছু নেই। কম্বল পাওয়ায় অনেক উপকার হইছে। আমাদের গ্রামের সাংবাদিক তরিকুল আমাকে ইউএনও অফিসে যাইতে বললে, আমি ইউএনও স্যারের নিকট যায় পড়ে তিনি আমাকে একটি কম্বল ও ১০ কেজি চাল দিয়েছেন। স্যারের এই দয়া আমাকে খুব ভালো লাগছে। ঈশ্বর উনার মঙ্গল করুক’
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘গত এক সপ্তাহ ধরে শীত জেঁকে বসেছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। যাদের শীত নিবারনের ব্যবস্থা নেই। এই শীতে গরিব-দুঃখী মানুষ কষ্ট করছেন। অসহায়, দুস্থ ও দরিদ্রদের পাশে সবার দাঁড়ানো উচিত। তাই মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করছি। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD