February 5, 2025, 12:54 pm
কে এম শহীদুল সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার তকিপুরে যৌতুকের দাবীতে গৃহবধূর শিশু সন্তান রেখে স্ত্রীকে মারধর করে শ্বাশুড়িকে খবর দিয়ে এনে রক্তাক্ত ও জখমপাপ্ত অবস্থায় বাবার বাড়ি পাঠায় পাযন্ড স্বামী । ২০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় ছাতক উপজেলার তকিপুর গৃামের রইচ আলীর ছেলে জয়নাল আবেদীনের বসত বাড়িতে ঘটনাটি ঘটে। আহত গৃহবধূর নাম কল্পনা বেগম (২৩)। সে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের শেখেরগাঁও গামের সুরুজ আলীর মেয়ে। রক্তাক্ত ও জখম পাপ্ত অবস্থায় তাঁকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভতি করা হয়েছে। আহত গৃহবধূ কল্পনা বেগম বলেন, প্রায় চার বছর আগে জয়নাল আবেদীনের সাথে আমার বিবাহ হয়।বিয়ের পর থেকেই আমার শশুর ও শ্বাশুড়ির কুবুদ্ধিতে স্বামী জয়নাল আবেদীন যৌতুকের জন্য শারিরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। ঘটনার দিন সকালে যৌতুকের জন্য আমার স্বামী এবং শ্বশুর -শ্বাশুড়ি মিলে আমাকে মারধর করে দুধের শিশু শাহাজুল ইসলামকে রেখে আমাকে ঘর থেকে বের করে দেয়। পরে আমার মা আমাকে হাসপাতালে ভর্তি করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।