February 5, 2025, 7:51 am
ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল বৃহস্পতিবার বিকালে এমপ্যাথী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩শ শীতার্ত অসহায় ও দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম সায়ফুল ইসলাম কাজল, সুপার জিয়াউল হক শাহীন, রঘুনাথপুর প্রবাসী কল্যাণ ট্রাস্টের সভাপতি আবুল মুনসুর, সহকারী প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসেন, শিক্ষক আতিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। বিভিন্ন দেশের প্রবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। গত বছর ৭০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছিল বলে জানা গেছে।